নিউজ ডেস্ক : শিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ হুঁশিয়ারি দিয়েছেন, বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না ।
রাজধানীর শাহজাহানপুরের মৈত্রী সংঘ মাঠে শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কর্মী সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই সম্মেলন চলছে।
তাদের এই ষড়যন্ত্রের কারণে ভেদাভেদ দূর হয়ে সব দল এখন আরও বেশি ঐক্যবদ্ধ বলে দাবি করেছেন শিবিরের সাবেক এই সভাপতি।
শফিকুল বলেন, ‘বিজয়ের মাসকে কলঙ্কিত করেছিল ফ্যাসিস্ট সরকার। হিন্দুদের ব্যবহার করে যে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে পতিত ফ্যাসিস্ট তা আর কখনো সফল হবে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না। প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে সাঈদী ও নিজামীকে হত্যা করা হয়েছে, চট্টগ্রামের রক্ত বৃথা যাবে না।’