কোহিনুর বেগম :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। এ দেশটা কারো একার নয়।
বিএনপি মহাসচিব বুধবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিলো বাংলাদেশে সত্যিকার অর্থেই একটা অসম্প্রদায়িক সমাজ বিনির্মাণ করা এবং সম্পূর্ণ গণতান্ত্রিক একটা রাষ্ট্র গড়ে তোলা। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।
মির্জা ফখরুল বলেন, ‘আমি আজকে এখানে এসেছি আপনাদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করতে। আমার দল, দলের চেয়ারপার্সন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই শারদীয় দুর্গা পূজা আপনাদের জীবনে অনাবিল আনন্দ নিয়ে আসুক, একটা সুন্দর ভবিষ্যত নির্মাণ করুক, বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকুক এটাই কামনা করছি, এ প্রত্যাশা করছি।’
বিএনপি মহাসচিব বলেন, ভবিষ্যতে জনগণের রায় নিয়ে তার দল সরকার গঠন করলে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে বিচারের ব্যবস্থা করা হবে।