ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসবাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‍্যালি

বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‍্যালি

নিউজ ডেস্ক: এক ভুবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হচ্ছে।

এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সরকারি শিশু পরিবারের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা মো. ইউনুস আলী। জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মো. শরিফুল ইসলাম, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক এম রফিক, প্রতিবন্ধী কল্যাণ ও পূর্ণবাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ, হাই কেয়ার স্কুলের প্রধান শিক্ষক তাহিরুন নাহার, সম্প্রীতি বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক দিপা রাণী মন্ডল ও সিডো সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসের (রেজিঃ) তরিকুল ইসলাম, সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সুমনা শারমীন। অনুষ্ঠানে বিভিন্ন বাক শ্রবন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিঞ্চুপদ পাল বলেন, প্রতিটি ভাষা শিক্ষা নেয়া উচিত। বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে সম্পদে পরিণত করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular