ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসাহিত্য ও সংস্কৃতিবাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা

বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা

নিউজ ডেস্ক : বাংলা একাডেমি প্রঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কবি হেলাল হাফিজের মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শ্রদ্ধা জানানোর পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে কবির পরিবার, ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনরা অংশ নেন।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।

কবিকে শ্রদ্ধা জানাকে বাংলা একাডেমিতে ছুটে আসেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। হেলাল হাফিজ কোনো পুরস্কার পাননি বলে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘কবি তার কবিতার মধ্য দিয়ে বেঁচে থাকবেন পাঠক হৃদয়ে।’

জানা যায়, আজ বাদ জোহর কবির দ্বিতীয় জানাজা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে।

কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়বেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন তিনি।

কবির ছোট ভাই নেহাল হাফিজ বলন, ‘দাদার কবিতা, চরিত্র ও ব্যক্তিত্ব একাকার ছিল। ওনার অকাল মৃত্যুতে আমরা তো পরিবারের একজন সদস্য হারালামই, সেইসঙ্গে সাহিত্যজগতে একটি নক্ষত্র হারালাম।’

শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। পরে কর্তৃপক্ষ তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular