নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপনন মেলা-২০২৫’।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এ মেলার উদ্বোধন করেন- প্রধান অতিথি চট্রগ্রাম বিভাগ মৎস্য অধিদপ্তর উপপরিচালক মো. আনোয়ার হোসেন।
উদ্বোধনকালে তিনি বলেন, এ মেলার মাধ্যমে মৎস্যজীবীদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার মার্কেট লিংকেজ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মাঠ পর্যায়ের সকলকে অনুপ্রেরণা যোগাবে।
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ উপকূলীয় এলাকার জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা মৎস্যজীবীদের জীবিকায়ন এবং ভবিষ্যতের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।
আয়োজকরা জানান, মূলতঃ বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত এবং মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প, কম্পোনেন্ট-৩, (মৎস্যজীবীদের ক্ষমতায়ন ও বিকল্প পেশায় রুপান্তর) এর আওতায় উক্ত মেলার আয়োজন করা হয়েছে।
লক্ষ্মীপুর মৎস্য অধিদপ্তর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, মৎস্য চাষ ও মৎস্যসম্পদের মানোন্নয়ন সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মৎস্য মেলা উদযাপন করা হয়েছে। মাছ আমাদের নিরাপদ আমিষ। মৎস্য চাষের মাধ্যমে এ আমিষের যোগানের ক্ষেত্রে মৎস্য খাত সংশ্লিষ্ট প্রত্যেকের ভূমিকা রয়েছে।
মেলায় ২৮টি স্টলে শোভা পাচ্ছে মৎস্যজীবীদের তৈরি চামড়াজাত পণ্য, মধু, মৎস্যসহ রকমারী পণ্য। তিন দিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রতিদিনই থাকছে দর্শকদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রাঙ্গন সর্বসাধারনের জন্য উন্মুক্ত। এখানে থাকছে সরাসরি উৎপাদনকারীদের সাথে মতবিনিময়ের অবারিত সুযোগ। ক্রেতা বিক্রেতার মিলন মেলায় পরিণত হয়েছে এ মেলা। ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।
নকশীকাঁথা উৎপাদনমুখী স্টলে পাওয়া যাচ্ছে নিজেদের বুনানো কাঁথা, বেডসীট, পাখা, ব্যাগ, টুপি ইত্যাদি। কর্মী আয়শা বেগম জানান, এসব পণ্য খুবই সস্তা।
শীতল পাটি উৎপাদনমুখী সমবায় সমিতির কর্মী জানান, তাদের স্টলে বাঁশের তৈরি সাজ বক্স, কলমদানী, টিস্যু বক্স, পাখা, ট্রে, শীতল পাটি দিয়ে সাজানা হয়েছে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- লক্ষ্মীপুর মৎস্য অধিদপ্তর সিনিয়র সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন।
এ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – লক্ষ্মীপুর মৎস্য অধিদপ্তর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, চট্টগ্রাম এসসিএমএফপি উপপ্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান, লক্ষ্মীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ।