ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জবাপ ডাইকা ইলেকশন দিয়া যাইতে হইবো : এড. ফজলুর রহমান

বাপ ডাইকা ইলেকশন দিয়া যাইতে হইবো : এড. ফজলুর রহমান

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি : নির্বাচন নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান। তিনি বলেছেন উনারা নির্বাচন দিব, আইজকা গিয়া কালকে গিয়া পরশো শুক্রবার। মনে করতেছে ইলেকশন না দেওয়া লাগে, না না ইলেকশন লাগবো, ফজলুর রহমান যদি জীবিত থাকে তাহলে ইলেকশন লাগবো, বাপ ডাইকা বাংলাদেশে ইলেকশন দিয়া যাইতে হইবো।

মঙ্গলবার ( ০১ এপ্রিল) কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজিত এডভোকেট ফজলুর রহমানের পথসভায় তিনি বক্তব্যে এইসব কথা বলেছেন। তিনি আরোও বলেন, এই দেশে মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে, আমি মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখবো। রাজাকারের হাতে এই দেশ ছেড়ে দিবো না। আপনারা যদি ভাবেন রাজাকারের সন্তানরা এই দেশ শাসন করবেন ভুলে যান। আমি মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের কথা বলে যাবো এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ।

তখন উপস্থিত ছিলেন, ফজলুর রহমানের সহধর্মিণী সুপ্রীম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর (স্বপন), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম (জুয়েল) সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং মৃগা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। একই দিন কিশোরগঞ্জের ইটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পথসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জামায়াতের উদ্দেশে এ কথা বলেন। ইটনা সদরের পুরান বাজার এলাকায় এই ঈদ পুনর্মিলনী ও পথসভা অনুষ্ঠিত হয়।‘একলা নির্বাচন করলে ৩টা সিট পাবে না, কিন্তু ৩০০ সিটের পাওয়ার দেখাইতেছে এখন। সমস্ত প্রশাসন দখল করে বসছে। দুই পারসেন্ট লোক নাই। পায়ের ওপর পা তুলে কথা বলে। ইউএনও চলে তার কথায়, ডিসি চলে তার কথায়। প্রশাসন চলে তার কথায়।

বাপের বেটা অইলে ইলেকশনে আসো। ইলেকশনে দেখা যাবে বাংলাদেশের মানুষ কারে দায়িত্ব দেয়। তখন বেটাগিরি করো।’

সেখানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, ‘আমি জামায়াতের আমিরকে জিজ্ঞেস করব, আমি একটা কথা মিছা কইছি কি না? তাহলে আপনার শিবির ও জামায়াতের কর্মীরা আমারে এত বকাবকি করে কেন? আমারে ফজু পাগলা কয় কেন? ঠিক আছে আপনারা পাল্লা (দাড়িপাল্লা প্রতীক) নিয়া করবেন, আমরা ধানের শীষ নিয়া করব।

পাবলিককে ডিসিশন নিতে দেন। পাবলিক যারে ভোট দিব, হে দেশ চালাইব। খালি বকাবকি করেন কেন? আর পেছন দিক দিয়ে কালো অন্ধকারে বসে কুট কুট করেন কেন? ১০ বছর কেমনে বিনা ভোটে থাকা যায়। কারণ জানেন, ভোট করলে জামানত থাকবে না। কূটকৌশল করে ক্ষমতায় থাকতে চান। এইটা কইলেই ফজলুর রহমান খারাপ।’ ফজলুর রহমান আরও বলেন, ‘আপন ভাইয়ের সন্তানের জ্বালায় জান বাঁচে না, আবার সৎভাইয়ের সন্তানেরা আইছে।

কারা? যারা ওই মুক্তিযুদ্ধের সময় দালালি করছে। মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার-আলবদর ছিল। তৌহিদি জনতা আমার পোস্টারে কেন জুতা মারেন? মারেন, আমার কপালেও মারেন। কারণ, এই দেশ স্বাধীন করে আপনাদের মাফ করছি বলেই তো বেঁচে আছেন।’

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular