ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedবায়ুদূষণে আজ বিশ্বে শীর্ষে ঢাকা

বায়ুদূষণে আজ বিশ্বে শীর্ষে ঢাকা

নিউজ ডেস্ক:  বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। বাংলাদেশও পিছিয়ে নেই। সোমবার বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ঢাকা শহর। সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা ঢাকা শহরের স্কোর ২৩৯। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর। একই সময় সমান স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর।

এছাড়া তালিকায় তৃতীয় নম্বরে ২২০ স্কোর নিয়ে আছে ভিয়েতনামের হ্যানয়, ২০৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের করাচি শহর, যা নাগরিকদের জন্যে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের কলকাতা শহরের স্কোর ১৯২।

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular