ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বায়ুদূষণ রোধের প্রকল্পগুলো বাস্তবায়নে এবার গুরুত্ব দিতে হবে: রিজওয়ানা

বায়ুদূষণ রোধের প্রকল্পগুলো বাস্তবায়নে এবার গুরুত্ব দিতে হবে: রিজওয়ানা

নিউজ ডেস্ক : পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ুদূষণ রোধে প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।এ নিয়ে অধিদফতরের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে পরিবেশ অধিদফতরে ‘লঞ্চিং সেরিমনি অব ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, রামপাল, মাতারবাড়ি প্রকল্প থেকে কতটুকু দূষণ হচ্ছে তা পরিবেশ অধিদফতরকেই বের করে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। অন্য কারও করা সমীক্ষার উপর ভর করা যাবে না।

তিনি বলেন, বায়ুদূষণ রোধে নেয়া প্রকল্প নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। দূষণ রোধে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নে এবার গুরুত্ব দিতে হবে, যা রোধে একটি কমিটি থাকবে। ওই কমিটি এর স্বচ্ছতা নিশ্চিত করবে।

পরিবেশ উপদেষ্টা জানান, নতুন কোনো ইটভাটার অনুমতি দেয়া হচ্ছে না। একই জায়গায় অনেকগুলো ইটভাটার অনুমোদন কিভাবে পেয়েছে সেগুলো দেখা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular