মো: তৌফিকুল হক (রায়পুরা) নরসিংদী : নরসিংদী রায়পুরার অন্যতম বিদ্যাপীঠ ইসলামপুর উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অদ্য ১১ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মাসুদ রানা সভাপতিত্বে ক্রিয়া অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য রফিকুল আমিন ভূঁইয়ার রুয়েল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অত্র বিদ্যালয়ে ছাত্র মোহাম্মদ ইয়াহ, ইয়া ভূঁইয়া (সচিব গ্রেট- ১) অব:প্রধান পৃষ্ঠপোষক এম, এন জামান সাবেক সভাপতি রায়পুরা উপজেলা বিএনপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সাবেক সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জামাল আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফাইজুর রহমান, রায়পুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য একেএম জাহাঙ্গীর আলম বাদল, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, রায়পুরা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ক্রিয়া অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ, মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্রিয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।