ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিবিএনপির ইফতার সামগ্রী বিতরণ

বিএনপির ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গরিব ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মঙ্গলবার সকালে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে রাজধানীর পল্লবী ও রূপনগর থানার ৮টি ওয়ার্ডের অসহায়দের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আমিনুল হক বলেন, জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। গত ১৭ বছরে পতিত স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। জনগণকে বঞ্চিত করে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যস্ত ছিল তারা।

ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন সহ্য করেও বিগত ১৭ বছরে বিএনপি জনগণের পাশে ছিল উল্লেখ করে আমিনুল হক বলেন, এখনও জনগণের পাশে থেকে কাজ করছে। দেশে যখনই কোনো মহামারি, দুর্যোগ, বন্যা ও করোনাকালীন কঠিন সময় এসেছে, সেই কঠিন সময়েও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। কারণ বিএনপি জনগণের দল। ইফতার সামগ্রী বিতরণের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular