ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহবিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের গাড়ি বহরে হামলা

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের গাড়ি বহরে হামলা

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের গাড়ি বহরে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে।এ

ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের টেঙ্গুরিপাড়া গ্রামবাসীর উপর চাপিয়ে দেয়া দায় অস্বীকার করে রবিবার এক সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টেঙ্গুরিপাড়াবাসীর পক্ষে আনন্দ মোহন সরকারি কলেজের অনার্স দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী রিয়াদ হাসান। তিনি বলেন, গত ৬জানুয়ারি সোমবার টেঙ্গুরিপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের গাড়ি বহরে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় একটি প্রাইভেটকার, ৭/৮টি মোটর সাইকেল ভাংচুর ও সংঘর্ষে ১০-১৫জন আহত হন। এ ঘটনায় টেঙ্গুরিপাড়াবাসীকে দায়ী করা হয়েছে। এ ঘটনার সঙ্গে এ গ্রামের শুধুমাত্র ৩জন জড়িত। এ হামলা-ভাংচুরের সঙ্গে এই গ্রামের আর কেহ জড়িত নন। বক্তব্য রাখেন সিধলা ইউনিয়ন পরিষদের মেম্বার মো. দুদু মিয়া, সাবেক ইউপি সদস্য মো. কাজিম উদ্দিন, টেঙ্গুরিপাড়া গ্রামের বাসিন্দা সোহান মিয়া, নিজাম উদ্দিন মন্ডল, মো. দেলোয়ার হোসেন দাদুল। এ সময় উপস্থিত ছিলেন টেঙ্গুরিপাড়া গ্রামের বাসিন্দা মো. জালাল উদ্দিন মন্ডল, মো. মজিবুর মিয়া, মো. নুরু মিয়া, মো. নজরুল ইসলাম তালুকদার, আবুল কাশেম মন্ডল, আরশাদুল হক, মো. মিজান মন্ডল, মো. আহের উদ্দিন প্রমুখ।

এই ঘটনায় হিরণ গ্রুপের নেতাকর্মীদের দায়ী করে অপপ্রচারের প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার ইকবালকে বয়কটের পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরে তিনি (ইঞ্জিনিয়ার ইকবাল) আকিকার দাওয়াতে যাওয়ায় গ্রামবাসীর সাথে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আমার বা আমার সমর্থক নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।

এদিকে টেঙ্গুরিপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের গাড়ি বহরে হামলা-ভাংচুরের ঘটনায় গত বুধবার (৮ জানুয়ারি) উপজেলা ও পৌর বিএনপি-অঙ্গসহযোগী সংগঠন সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান বলেন, গত ৬ জানুয়ারি যুবদল নেতার সন্তানের আকিকা অনুষ্ঠানে যাওয়ার পথে উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গ্রুপের নেতাকর্মী হামলা করেছে। শুধু তাই নয়; এ ঘটনার প্রতিবাদে ওই রাতে বিক্ষুব্দ নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করলে সেখানেও হামলা করা হয়।

এই ঘটনায় গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উপজেলার সিধলা ইউনিয়নের পাইস্কা গ্রামের মৃত আবুল হাশেমের পুত্র মো. সেলিম বাদী হয়ে ২৯জনের নাম ছাড়াও অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াপাড়া গ্রামে যুবদল নেতা সুজাত মিয়ার বাড়িতে ছেলের আকিকা অনুষ্ঠানে যাওয়ার পথে টেঙ্গুরিপাড়া এলাকায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের গাড়ি বহরে হামলা-ভাংচুরে ঘটনা ঘটে। এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মিজা মাযহারুল আনোয়ার বলেন, মামলা হয়েছে, তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular