নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা বিএনপির তিনটি ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছ। কমিটিগুলো হলো লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা (পশ্চিম), রায়পুর উপজেলা, রায়পুর পৌর বিএনপি।
জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দলকে শক্তিশালী করার লক্ষ্যে এসব কমিটি ঘোষণা করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটের কমিটি ঘোষণা করা হবে।
সদর উপজেলা (পশ্চিম) বিএনপি আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেল। রায়পুর উপজেলা বিএনপি: আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু, সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া। রায়পুর পৌর বিএনপি: আহ্বায়ক এবিএম জিলানী, সদস্য সচিব সফিকুল আলম আলমাস।