ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়াবিএনপির নেতা হাজী হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ 

বিএনপির নেতা হাজী হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি, দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার, সারাবেলা নিউজ এর সাংবাদিক এহসানুল হক রিপনের পিতা হাজী মোঃ হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব  শ্যামল।

এক শোকবার্তায় তিনি বলেন, প্রয়াত হাজী হাবিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও দায়িত্বশীল ব্যক্তি। তাঁর মৃত্যুতে দল একজন একনিষ্ঠ নেতাকে হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি। তাঁর শূন্যতা এলাকার মানুষও অনুভব করবে।

এছাড়া, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান (কচি মোল্লা),সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজম, বর্তমান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার  আলমগীর হোসেন সহ অন্যান্য জেলার নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ ভূঁইয়া ও সাবেক চেয়ারম্যান মোবারক মুন্সী হাজী হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular