ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষবিকেওএ অষ্টগ্রাম উপজেলা কমিটির

বিকেওএ অষ্টগ্রাম উপজেলা কমিটির

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:- বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন (বিকেওএ) অষ্টগ্রাম উপজেলার কার্যনিবার্হী কমিটির মো. ফরিদ রায়হান (ডিলাইট কেজি) সভাপতি ও শেখ বোরহান উদ্দিন (বেসিক কেজি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

সোমবার দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নে সুলতান মিয়া স্মৃতি কিন্ডারগার্টেন হল রুমে ত্রিবার্ষিক ‘সাধারণ সভা’ (কাউন্সিল) অনুষ্ঠিত হয়। সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে নজরুল ইসলাম (টিউলিপ) সভাপতিত্বে দ্বিতীয় মেয়াদে মো. ফরিদ রায়হান সভাপতি ও শেখ বোরহান উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অষ্টগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশনের ২০২৫-২০২৭ মেয়াদে ১৭সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়। নব নির্বাচিত অন্য সম্পাদকরা হলেন, সহ-সভাপতি মো. জামাল উদ্দিন (জেএ কেজি), যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম (টিউলিপ কেজি), মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া খাতুন (জাহের কেজি), সাংগঠনিক সম্পাদক মনির হোসেন (সুলতান কেজি), অর্থ সম্পাদক মোঃ কামাল হোসেন (দি রোজ কেজি), ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম (মর্নিংসান কেজি), সাংস্কৃতিক সম্পাদক মোবারক হোসেন (বেসিক কেজি), প্রচার সম্পাদক শফিউদ্দিন ভূইয়া (ফুলকলি কেজি), সহ প্রচার সম্পাদক নজরল ইসলাম সাদ্দাম (বিএনইবিনি কেজি), প্রকাশনা সম্পাদক সেলিম মিয়া (উদয়ন কেজি), ও পরীক্ষা নিয়ন্ত্রক মোজাম্মেল হোসেন (ডিএ কেজি) প্রমূখ।

এছাড়া, কার্যকরী সদস্য, নাহিদা আক্তার, সানিয়া আক্তার, রিফাত মিয়া, শাহানা আক্তার প্রমুখ। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত সভাপতি মো. ফরিদ রায়হান বলেন, আধুনিক শিক্ষা বিস্তারে কিন্ডারগার্টেন পরিচালক ও শিক্ষকরা নিরলস কাজ করছেন। শিক্ষকদের স্বার্থ ও কিন্ডারগার্টেন শিক্ষা প্রসারে কাজ করতে, সবার সহযোগিতা চাই।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular