ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিজয়নগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২০ লক্ষ টাকার অবৈধ মাদকদ্রব্য সহ এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার ৯টায় উপজেলার সিংগারবিল থেকে মাদকদ্রব্য সহ একজনকে আটক করা হয়। ক্যাপ্টেন আমিন ৩৩ বীর ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে বিজয়নগর থানাধীন সিংগারবিল এলাকা থেকে আটক করা হয়!
আটককৃত যুবক হলো ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মোঃ চান মিয়ার ছেলে উজ্জল খাঁ (৩২)। এ সময় ৬৮০ পিস স্কপ,২৫৫ পিস ইয়াবা,৭০ কেজি গাজা উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রওশন আলী জানান, বিজয়নগর থানায় যৌথ বাহিনীর তল্লাশিতে ২০ লক্ষ টাকার অবৈধ মাধকদ্রব্যসহ উজ্জ্বল খাঁ নামের যুবক কে আটক করা হয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।