নিউজ ডেস্ক : মহান বিজয় দিবসে ১৩২ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার সকালে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট ও সম্মানী তুলে দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে পারায় আনন্দ প্রকাশ করে সিটি মেয়র বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু গত ৫৩ বছরে বারবার মুক্তিযুদ্ধের ইতিহাসকে খণ্ডিত করা হয়েছে এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সামনে আনা হয়নি বলে দাবি করেন তিনি।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছে প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করার দাবি জানিয়ে দুর্নীতি, বৈষম্য ও নির্যাতনহীন বাংলাদেশে প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখার জন্য কাজ করার আশা প্রকাশ করেন চসিক মেয়র।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফজল বারিক, মনিরুল ইসলাম ইউসুফ, ফজল আহমদ, শহীদ আবুল মনসুরের ছোট ভাই ডা. মোহাম্মদ রকিব উল্লাহ প্রমুখ।