ঝিকরগাছা প্রতিনিধি: সুশৃঙ্খল সুরক্ষিত নিরাপদ মহাসড়ক নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট বিভিন্ন পেশার মানুষের সাথে গদখালীর নাভারন হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার খুলনা রিজিওনের নাভারন হাইওয়ে থানা পুলিশের আয়োজনে উপজেলার গদখালী ফুল মার্কেটে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রোকনুজ্জামান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইওয়ে খুলনা রিজিওনের পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. জাকারিয়া।
বিশেষ অতিথি ছিলেন, হাইওয়ে পুলিশের যশোর সার্কেলের সিনিয়র এএসপি মো. নাসিম খান।
আরো উপস্থিত ছিলেন, বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব শহিদ আলী, গদখালী বাজার সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার, গদখালী ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যশোর জেলা ট্রাক ও ট্রাংলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ব্যবসায়ী আব্দার রহমান আবেসহ গদখালী ফুলচাষি ও ফুল বব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।