ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবিরলে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মোজাহারুল ইসলাম

বিরলে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মোজাহারুল ইসলাম

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলে হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন শারদীয় দুর্গাৎসবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি দিনাজপুর-২ (বিরল-বেচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম।

শুক্রবার (১১ অক্টোবর ) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিরল উপজেলার ২নং ফরাক্কাবাদ ইউনিয়নের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন ও হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে নির্ভয়ে পূজা পালনের আহবান জানান।

পুজামন্ডপ পরিদর্শন কালে বিএনপি নেতা মোজাহারুল ইসলাম বলেন, ধর্ম যার যার-নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তাই আপনারা নিরাপদে ধর্ম পালন করুন। পুজামন্ডপে কেউ কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের পাশে থেকে তা প্রতিহত করার আশ্বাস দেন।

পুজামন্ডপ পরিদর্শন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ফরাক্কাবাদ সচিবপাড়া পুজামন্ডপ ও মহাতেবপুর পুজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। এরপর তিনি বিরল উপজেলার ৭নং ইউনিয়ন, ১০ নং ইউনিয়ন ও ১১ নং ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ও এসব পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় দিনাজপুর জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা গোলাপ, মোজাহারুল ইসলামের সমন্বয়কারি বিএনপি নেতা আব্দুল হাকিম, বিএনপি নেতা ওয়াসিম, মকসেদ, মোঃ আরমান হোসেন, বিরল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান প্রধান, বিএনপি নেতা গোলাপ, বিরল উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, ফরাক্কাবাঁধ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুবনেতা রুবেল রানাসহ বিরল উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার ১২নং ইউনিয়নের ছেতরা বাজারে ছেতরাহাট পুজামন্ডপ পরিদর্শন করেন ও আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও ৩নং আজিমপুর ইউনিয়নের ধুকুরঝাড়ি দুর্গামন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন ও আর্থিক অনুদান প্রদান করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular