ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবিরামপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

বিরামপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

এমডি রেজওয়ান আলী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ, বিরামপুর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় দিনাজপুর জেলার বিরামপুর থানা চত্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হকের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন।

এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা জামায়াতের আমির হাফিজুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ও অতিরিক্ত পিপি এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মারুফাত হুসাইন উপস্থিত বলেন, “আমি দিনাজপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করার পরে প্রথমে আমার জেলার পুলিশকে ঠিক করেছি। বিভিন্ন ধরনের অন্যায়, অপরাধ ও অপকর্ম থেকে এই জেলা কে দূর্নীতি এবং মাদক মুক্ত করব ইনশাল্লাহ।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular