নিউজ ডেস্ক: বলিউড ভাইজান সালমান খানের অনুরাগীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ঈদ উপলক্ষে রোববার (৩০ মার্চ) বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত ‘সিকান্দার’। ঈদের জন্য শুক্রবারের পরিবর্তে এই দিন নির্দিষ্ট করা হয়েছিল। সিনেমাটি নিয়ে ভীষণ প্রত্যাশায় রয়েছেন পরিচালক থেকে প্রযোজক সবারই। কিন্তু মুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগেই বড় ধাক্কা সালমান খান এবং টিম সিকান্দারের জন্য। দুর্ভাগ্যবশত বড়পর্দায় মুক্তি পাওয়ার আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে পুরো সিনেমা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে যায়। তবে একটি বা দুটি নয়, মোট ৬০০ ওয়েবসাইটে সিনেমাটি ফাঁস হয়েছে। সংবাদটি ছড়িয়ে পড়ার পরেই সালমান মধ্যে উদ্বেগ দেখা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ‘তামিলরকারস’, ‘মুভিরুলজ’, ‘ফিল্মিজিলা’ এমনকী টেলিগ্রামের একাধিক গ্রুপে ঘুরে বেড়াচ্ছে এই সিনেমা এবং ডাউনলোড লিংক। এখনও পর্যন্ত টিম সিকান্দারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। এর আগে একাধিক বলিউড ছবি এই ধরনের সমস্যার মুখে পড়েছিল।
এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে চলচ্চিত্র বাণিজ্যিক বিশ্লেষক কোমল নাহতাকে। রোববার সকালে একটি টুইট প্রকাশ করে কোমল বলেন, ‘এই ঘটনাটি যে কোনো প্রযোজকের কাছে একটি দুঃস্বপ্নের মতো। সিনেমা মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায়। এর আগেও এমন অনেক ঘটনা আমরা শুনেছি। দুর্ভাগ্যবশত এবার ‘সিকান্দার’র ক্ষেত্রেও একই ঘটনা ঘটলো।’
নাহতা আরও বলেন, ‘সিনেমা নির্মাতা, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন অ্যান্টারটেইনমেন্ট গোটা বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, এরই মধ্যে ৬০০ ওয়েবসাইট থেকে সিনেমাটি সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু যা ক্ষতি হওয়ার কিছুটা হয়েছে। ওয়েবসাইটের সংখ্যা আরও বাড়ছে এবং ক্রমশ বেড়েই যাচ্ছে।
‘সিকান্দার’ সিনেমাটি কীভাবে ফাঁস হয়েছে বা কোন সংস্থা থেকে এটি ফাঁস করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে নির্মাতারা পুলিশের কাছে আবেদন করেছেন যাতে গোটা ঘটনাটি নিয়ে তদন্ত করা হয়।