সুমন দত্ত: স্কুল ও কলেজ লেভেলের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) সোমবার সকালে তাদের ক্যাম্পাসে এই মেলার আয়োজন করে।
ক্ষুদে বিজ্ঞানীদের এ মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআরের সদস্য (উন্নয়ন) ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ।
ড. সামিনা আহমেদ ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই আগামী দিনের জাতি গঠনের নেতৃত্ব দেবে। বিজ্ঞানচর্চার মাধ্যমে দেশগঠনের সুযোগ্য নেতৃত্ব সৃষ্টি ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে বিসিএসআইআর বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। আজকের এ বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি মেলা সেসব কর্মকাণ্ডেরই একটি প্রয়াস মাত্র।’
তিন দিনব্যাপী (২৪-২৬ ফেব্রুয়ারি) এ ক্ষুদে বিজ্ঞান মেলায় বিভিন্ন গ্রুপ ও প্রতিষ্ঠান পর্যায়ে ৬৮টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে যেখানে অংশ নিচ্ছে প্রায় ২৫০ ক্ষুদে বিজ্ঞানী। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কয়েকটি প্রতিষ্ঠান ও মেলায় উপস্থিত দর্শনার্থীদের জন্য তাদের কার্যক্রম তুলে ধরছে।