আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে যখন আলোচনায় বসার চাপ দিয়ে যাচ্ছেন, তখন রাশিয়া ও ইরানকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে চীন।
বেইজিংয়ে ১৪ মার্চ (শুক্রবার) পারমাণবিক ইস্যুতে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (১২ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ ঘোষণা দেন। খবর রয়টার্স ও সিনহুয়ার।
বৈঠকের নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওক্সু, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ সের্গেই আলেক্সিভিচ এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তেহরানের পারমাণবিক ইস্যুতে চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে ১৪ মার্চ বেইজিংয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
মুখপাত্র আরো জানিয়েছেন, তিন পক্ষ ইরানের পারমাণবিক ইস্যু এবং পারস্পরিক স্বার্থের অন্য বিষয় নিয়ে আলোচনা করবে।