ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগাজীপুরবেতন না দিয়ে কারখানা বিক্রি, শ্রমিকদের সড়ক অবরোধ

বেতন না দিয়ে কারখানা বিক্রি, শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন, ঈদ বোনাস ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা। এতে আঞ্চলিক এই সড়কে সাড়ে তিন ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে পৌরসভার কেওয়া নতুনবাজার এলাকায় শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা।

কারখানার শ্রমিক নাজমা আক্তার বলেন, ‘কারখানার মালিক গোপনে শ্রমিকদের না জানিয়ে বেতন-ভাতা পরিশোধ না করে কারখানা বিক্রি করে দিছেন। আজ সকালে কাজে এসে দেখি কারখানার প্রধান ফটকে তালা ঝুলছে। সামনে ঈদ আমাদের সন্তানদের মুখে একটু খাবার, একটি নতুন জামা কেনার কত ইচ্ছে। এগুলো কে পূরণ করবে? আমাদের সন্তানেরা তো আমাদের পথ চেয়ে থাকে; মা-বাবা কখন নতুন জামাকাপড় নিয়ে আসবে। আমরা কি আর এমনিতেই রাস্তায় এসেছি? এই গরমে আপনি কতক্ষণ থাকতে পারবেন? আমরা পেটের দায়ে এসেছি।’

কারখানার শ্রমিক মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের দুই মাসের বেতন পরিশোধ না করে কারখানা কর্তৃপক্ষ কারখানা বিক্রি করে চলে গেছে। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের জন্য অনেক তারিখ দিয়েছে। সর্বশেষ ঈদের আগে বেতন দিবে বলে জানিয়েছেন। আজ এসে দেখি কারখানা বন্ধ। বাধ্য হয়ে রাস্তায় এসেছি।’

কারখানার মানবসম্পদ কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘আমি ঢাকায় আছি। কারখানা বিক্রি করা মালিকের কাজ। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হচ্ছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ২৫ মার্চ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা জানিয়েছে। এই আশ্বাসে শ্রমিকেরা বেলা দেড়টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular