ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কমিটির বিপক্ষে মিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কমিটির বিপক্ষে মিছিল

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।বিপক্ষে মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নতুন কমিটির বিপক্ষে বৈষম্যবিরোধরী ছাত্র আন্দোলনকারী শহরের উত্তর তেমুহনী থেকে শহর প্রদক্ষিণ করে আবার উত্তর তেমুহনী গিয়ে শেষ করে।

জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন করা হয়। ২৩৭ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল। তবে পরদিন সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৮ জন পদত্যাগের ঘোষণা দিয়ে আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে। একই সঙ্গে মূল পদে জেলার বাইরের কাউকে না রেখে নতুন কমিটি ঘোষণার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন পদত্যাগকারীরা।

এসময় আবদুর রহিম আসাদ, তৌহিদুল ইসলাম, মেহেদী হাসান নিরব ও মেহেদী হাসান হাসিবসহ পদত্যাগকারীরা এতে অংশ নেয়।

তাদের দাবি জানায়, কমিটির আহ্বায়ক আরমান নোয়াখালীর বাসিন্দা। তাকে প্রধান পদ থেকে সরিয়ে দ্রুত নতুন কমিটি ঘোষণা করতে হবে। কোনো বহিরাগতকে প্রধান পদে রাখা যাবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular