ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ লাঠি খেলা, সাপ খেলা, মোড়গ লড়াইসহ নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ। দিনটি পালনে সোমবার সকালে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ফারুকী পার্ক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পহেলা বৈশাখ অনুষ্ঠানের দিনব্যাপী আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম। 
এ সময় পুলিশ সুপার মোঃ এহতেশামুল হক, অতিরক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার মোঃ নোমান মিয়াসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লাঠি খেলা, সাপ খেলা, নাগরদোলা, মোরগ লড়াই, লোকজ মেলাসহ বাঙালী সংস্কৃতির নানা আয়োজন ছিলো। সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে নানা বয়সী, নারী, পুরুষ ও শিশুরা অনুষ্ঠান স্থলে সমবেত হন।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular