ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধব্রাহ্মণবাড়িয়ায় বিষাক্ত স্প্রে প্রয়োগ করে ধ্বংস করা হলো ধানক্ষেত

ব্রাহ্মণবাড়িয়ায় বিষাক্ত স্প্রে প্রয়োগ করে ধ্বংস করা হলো ধানক্ষেত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে ঘাস নিধনের বিষাক্ত স্প্রে প্রয়োগ করে ধানক্ষেত ধ্বংসের অভিযোগ উঠেছে আপন বোন জামাইয়ের বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২ নং ওয়ার্ড ভাদুঘর দক্ষিণপাড়া ডিপমেশিন সংলগ্ন ৩৭ শতাংশ বোরো ধানক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক জসীমউদ্দীন দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

সরেজমিন পরিদর্শনে গেলে জসীমউদ্দীন বলেন, “আমার চাচা হাজী আলী আহমদ ডাবল কারী পালিত ছেলে নূর মোহাম্মদ, দীর্ঘদিন ধরে আমাদের হয়রানি করে আসছেন। আমার চাচা কোনো সন্তান না থাকায় মিথ্যা মামলা দিয়ে সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় এবার আমার ধানক্ষেতে বিষাক্ত স্প্রে প্রয়োগ করে ফসল ধ্বংস করে দিয়েছে।”

এ ঘটনায় তিনি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের কারণে দীর্ঘদিন ধরে এই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত জসিম মিয়া এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত নূর মোহাম্মদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কৃষকের ফসল নষ্ট করে থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular