ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আগামী ১৫ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন। ওইদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৫৮ হাজার ৪০৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা রয়েছে ৪ লাখ ৯৭ হাজার ৪৭০ জন।

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া। প্রেস ব্রিফিংয়ে প্রেজেন্টেশন উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিৎসক ডাঃ মাহমুদুল হাসান।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ।

প্রেস বিফিংয়ে বলা হয়, আগামী ১৫ মার্চ শনিবার জেলার ৯ টি উপজেলার ৯৮ টি ইউনিয়নের ২ হাজার ৪৩৩ টি কেন্দ্রে শিশুদেরকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ক্যাম্পেইন। কেন্দ্রগুলোতে ৩৩৮ জন স্বাস্থ্য সহকারি, ১০০ জন এ এইচ আই, ৩৪৮ জন পরিবার কল্যাণ সহকারি এবং ৮৭ জন এফ পি আই দায়িত্ব পালন করবেন।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, এ বছর জেলায় ৫ লাখ ৫৫ হাজার ৮৭৮ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রেস বিফিংয়ে বলা হয় এই ক্যাপসুলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হবেনা। কেউ যাতে কোন ধরনের গুজবে কান না দেন সেজন্য সকলকে সর্তক থাকার আহবান জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, সিভিল সার্জনের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা থাকবে। যে কেউ ইচ্ছে করলে কন্টোল রুম থেকে পরামর্শ নিতে পারবেন।

প্রেস ব্রিফিংয়ে বলা হয় শনিবার সকালে সদর উপজেলার নাটাই কমিউনিটি ক্লিনিকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করা হবে।

প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular