মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেস্বর গ্রামের মৃত সৈয়দ হোসেনের ছেলে কাজল (৪৭) মিয়ার বাউন্ডারি দেয়াল ভাঙ্গার অভিযোগ উঠেছে কাজল মিয়ার ভাতিজি শিল্পীর বিরুদ্ধে।
জমি সংক্রান্ত বিষয়ের জেরে দীর্ঘদিন ধরে চাচা কাজল মিয়া এবং ভাতিজি শিল্পীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়। সম্প্রতি কাজল মিয়া তার জমিতে সীমানা দেয়াল দিলে তা কাজল মিয়ার ভাতিজি শিল্পী ভেঙে ফেলেছে অভিযোগ। জমির একজন জনৈক ক্রেতা জানায়, আমাদের ক্রয়কৃত দেয়াল ভেঙে ফেলেছে কাজল মিয়ার ভাতিজি ভাতিজি শিল্পী। কাজল মিয়া জানান, আমি একজন চাকুরীজীবী আমার বাড়ি বিজেস্বর গ্রামে চাকরির সুবাদে আমি নারায়ণগঞ্জ বসবাস করছি। শিল্পী জোরপূর্বক আমার সম্পত্তি দখল করে নেয়ার চেষ্টা করছে ও আমাকে বিভিন্নভাবে হয়রানী করে আসছে। আমার জায়গা আমাকে ঠিকমত বুঝিয়ে দিচ্ছে না।
এলাকার সাহেব সরদারগণ একাধিকবার সালিশের ব্যবস্থা করলেও উপস্থিত হয়নি আমার চাচাতো ভাই-বোনেরা ও শিল্পী বেগম রামরাইল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম ভাই এ ব্যাপারে ভালো জানেন। চেয়ারম্যান সেলিম ভাই ও কয়েকবার সালিশ করেছে কিন্তু কোন প্রতিকার পাইনি। জায়গা মাপ যোগ করবে বলে তারিখ নির্ধারিত হলেও আমিন এসে ফিরে যায়। কিন্তু তারা উপস্থিত হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল ইউপি সদস্য কবির মিয়া বলেন ঘটনা সত্য। কাজল হয়রানির শিকার এটা আমরা জানি জায়গা মাপার তারিখ কয়েকবার নির্ধারিত হলেও বিবাদীরা আসেনি।
কাজল মিয়া আরো বলেন, আমার বাড়িতে খোলা বাথরুম ও বাউন্ডারি দিয়ে আমার বাড়ির রাস্তা বন্ধ করে রেখেছে আমার চাচাতো ভাই-বোনেরা। বিশেষ করে রাস্তা বন্ধ করে দেওয়ায় আমি ভীষণ বিপাকে আছি। এ ঘটনায় কাজল মিয়া কয়েকজনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে একটি সত্তর মামলা করেন। আসামিগণ হলো মানিক মিয়া ভূইয়া (৩০)পিতা মৃত লিয়াকত ভূঁইয়া, শিল্পী বেগম (৩২)পিতা লিয়াকত ভূইয়া, জাকির হোসেন ভূঁইয়া (৫৫),ফরহাদ ভূঁইয়া (৫৫),মনির হোসেন ভূঁইয়া (৫০)অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়। মামলার প্রতিবেদনে কাজল মিয়া কে তার জায়গা বুঝিয়ে দেওয়ার আদালতের নির্দেশ অমান্য করে করে আসছে মানিক ও শিল্পী গংরা মানিক ও শিল্পী গংদের হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য কাজল মিয়া ১৯/১২/২০২৪ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে শিল্পী বেগমের সাথে মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করলে, যোগাযোগ করা সম্ভব হয়নি।