মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরাকান্দা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িতে আগুন ব্যাপক লুটপাট চালানোর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। সকাল থেকে তেরকান্দা গ্রামের চান্দার বংশ ও বারেকের বংশের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রায় তিন ঘণ্টা চলে এ সংঘর্ষ। সরাইল থানার অফিসার ইনচার্জ জানায়, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সেনাবাহিনীও সেখানে গিয়ে নিয়ন্ত্রণ কার্যক্রম চালায়।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
RELATED ARTICLES