ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযানে ছাগল দুম্বাসহ একজনকে আটক করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযানে ছাগল দুম্বাসহ একজনকে আটক করেছে বিজিবি

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টাস্কফোর্স অভিযানে আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় রাজস্থানী তোতাপুরি ছাগল ও দুম্বাসহ একজনকে আটক করেছে বিজিবি

অদ্য ০৯ মে ২০২৫ তারিখ আনুমানিক ১১৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়কের দিকনির্দেশনায় এবং সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্সদল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে টাস্কফোর্সদল ভারত থেকে অবৈধভাবে পাচার করে নিয়ে আসা ৩২টি রাজস্থানী তোতাপুরি ছাগল, ১০টি দুম্বা, ০১টি মাঝারি ট্রাক ও ০১টি পিকআপ আটকসহ মোঃ ইয়াকুব আলী (২৯) নামক একজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপের আনুমানিক সিজারমূল্য ২,৪৭,০০,০০০/- (দুই কোটি সাতচল্লিশ লক্ষ) টাকা।

আটককৃত ব্যক্তি যশোরের শার্শা উপজেলার বালন্ডা পুটখালী গ্রামের মোঃ আহাদ আলীর ছেলে। জব্দকৃত ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপসহ আটককৃত ব্যক্তিকে সরাইল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular