ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসব্রাহ্মণবাড়িয়া বাণিজ্য মেলায় ভিন্নধর্মী উদ্যোগ, ক্রেতাদের আকর্ষণ তুঙ্গে

ব্রাহ্মণবাড়িয়া বাণিজ্য মেলায় ভিন্নধর্মী উদ্যোগ, ক্রেতাদের আকর্ষণ তুঙ্গে

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় চলমান বাণিজ্য মেলা এবার নতুন আঙ্গিকে আয়োজন করা হয়েছে। যা ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় ও বিভিন্ন জেলা পর্যায়ের ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শনের পাশাপাশি ভিন্নধর্মী অফার, ডিসকাউন্ট ও বিশেষ আয়োজনের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করছেন।
 
এবারের মেলার অন্যতম আকর্ষণ হলো “ডিসকাউন্ট আওয়ার”, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ মূল্যছাড় দেওয়া হচ্ছে।  শিশুদের জন্য রয়েছে বেবীরেল ২ টি,ট্রেন, একটি, নাগরদোলা,জাদু, ম্যাজিক শো ও ক্যারিশম্যাটিক কার্টুন শো, যা পুরো পরিবারকে মেলায় আকৃষ্ট করবে।
 
ব্যবসায়ীরা বলছেন, মেলার নতুনত্ব ও ক্রেতাদের জন্য বিশেষ অফার চালু করায় বিক্রি বেড়েছে। মেলায় আগত এক দর্শনার্থী বলেন, “এবারের মেলা আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়, কেনাকাটার পাশাপাশি পরিবার নিয়ে ভালো সময় কাটানোর সুযোগ পাচ্ছি।”
 
বাণিজ্য মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে মোঃ স্বপন মিয়া জানান, মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এবং দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে আগামী ৫ মার্চ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মোঃ স্বপন মিয়া। 
 
ব্রাহ্মণবাড়িয়া বাণিজ্য মেলা এবারের ব্যতিক্রমী উদ্যোগের ফলে ক্রেতা-দর্শনার্থীদের মাঝে দারুণ উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় সুযোগ, পাশাপাশি ক্রেতাদের জন্য বাণিজ্য মেলা এক আনন্দদায়ক কেনাকাটার নবঅভিজ্ঞতা।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular