ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাজশাহীব্র্যাক ব্যাংকের তারা স্কলারশিপ বৃত্তি প্রকল্পের আওতায় রাবি ৩০০ শিক্ষার্থী

ব্র্যাক ব্যাংকের তারা স্কলারশিপ বৃত্তি প্রকল্পের আওতায় রাবি ৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিম্ন আয়ের পরিবারের স্নাতক এবং স্নাতক (সম্মান) প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক একটি উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল রবিবার রাবির সাথে ব্যাংকটি এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

এ উপলক্ষে রাবি উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব এবং ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. সাব্বির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ব্র্যাক ব্যাংকের মানবসম্পদ ও যোগাযোগ বিভাগের প্রধান ইকরাম কবীরসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।

ব্র্যাক ব্যাংক অপরাজেয় তারা স্কলারশিপ’ নামে এই বৃত্তি প্রকল্পের আওতায় রাবিতে অধ্যয়নরত নিম্ন আয়ের পরিবারের ৩০০ ছাত্রীকে মাসে ৫ হাজার টাকা হারে সর্বোচ্চ দুই বছর বৃত্তি প্রদান করা হবে। বৃত্তির জন্য আবেদনকারী ছাত্রীদের উচ্চমাধ্যমিক বা সমপর্যায়ে জিপিএ ৫ থাকতে হবে এবং বৃত্তি চলাকালে তাদের পরীক্ষায় কমপক্ষে ৩ সিজিপিএ অর্জন করতে হবে।পরে রাবির শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এক ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের ভবিষ্যত কর্মজীবন পরিকল্পনা এবং প্রস্তুতি সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular