ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাভর্তীচ্ছুদের বাইক সেবায় জাবি ছাত্রদল

ভর্তীচ্ছুদের বাইক সেবায় জাবি ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তীচ্ছুদের সময়মতো পৌঁছে দিতে শহীদ ওয়াসিম’ বাইক সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা থেকে এই সার্ভিস চালু করে সংগঠনটি।

ছাত্রদল নেতাকর্মীরা বলছেন, ভর্তীচ্ছুরা দেশের নানা প্রান্ত থেকে আসায় ক্যাম্পাসের অনেক জায়গা চেনেন না। এতে রাস্তায় জ্যামসহ নানা কারণে অনেক পরীক্ষার্থীর পরীক্ষার হলে পৌঁছাতে দেরি হয়।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা আনামুল হক নামের এক শিক্ষার্থী বলেন, ‘রাস্তায় অনেক জ্যাম ছিল। এমনিতেই দেরি হয়ে গেছিল। বিশ্ববিদ্যালয় প্রবেশ করার পর রিকশা পাচ্ছিলাম না, তখন ভাইয়েরা এগিয়ে আসেন, বাইকে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জাবি শাখা ছাত্রদলের উদ্যোগে দুটি সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। পরীক্ষার্থীদের জরুরি মুহূর্তে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য আমাদের বাইক সার্ভিস রয়েছে। এজন্য পরীক্ষা শেষে অনেকেই এসে কৃতজ্ঞতা জানাচ্ছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular