ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতভারতীয় কসমেটিক,কাপড়সহ কারবারি গ্রেফতার

ভারতীয় কসমেটিক,কাপড়সহ কারবারি গ্রেফতার

শেরপুর জেলা প্রতিনিধি: ঝিনাইগাতীতে ভারত থেকে চোরাই পথে আনা হেয়ার কন্ডিশনার, লুঙ্গি ও বিভিন্ন ধরনের থান কাপড়সহ এক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার দুপুরে মামলার পর গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।এর আগে একই দিন ভোরে উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. আমীর হোসেন (৩৩) ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম, এসআই কামরুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাই পথে আনা চারটি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার, তিনটি বস্তায় ১৮১টি লুঙ্গি ও ১০২০ মিটার বিভিন্ন ধরনের থান কাপড়সহ চোরাকারবারি আমীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেফতার আমীর হোসেনকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular