ঢাকা  বৃহস্পতিবার, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকভারতে টেসলার কারখানা হবে ইলন মাস্কের পিতা

ভারতে টেসলার কারখানা হবে ইলন মাস্কের পিতা

নিউজ ডেস্ক: ভারতে হবেই টেসলার (Tesla In India) কারখানা। এলন নয়, এই আশ্বাস দিলেন তাঁর বাবা এরল মাস্ক। ভারতে এসে সংবাদ সংস্থা IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। যদিও এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এলন মাস্কের (Elon Musk) ওপরই সব ছেড়েছেন এরল মাস্ক।

সোমবার ভারতে টেসলার কারখানা হওয়ার বিষয়ে আশা দেখিয়েছেন এরল মাস্ক। পাশাপাশি তিনি বলেছেন, কোনও সন্দেহ নেই, ভারতে একটি টেসলার উৎপাদন কারখানা থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এলন মাস্ককে এই বিষয়ে বসে আলোচনা করতে হবে। দেখতে হবে, আলোচনা যেন, উভয়ের জন্যই লাভজনক হয়।

মোদি ও মাস্ককে কী করার পরামর্শ দিয়েছেন এরল

এই বলেই অবশ্য থেমে থাকেননি ভারতে আসা ৭৯ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী এরল মাস্ক। নয়াদিল্লিতে আইএএনএসের সঙ্গে কথা বলার সময়, বর্তমানে টেসলাকে দেশে আনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি ভারতের স্বার্থের দিকে নজর দেবেন। ঠিক তেমনই এলনকে একটি কোম্পানি হিসাবে টেসলার স্বার্থের দিকে নজর দিতে হবে। সুতরাং, তাদের এমন কিছু ঠিক করতে হবে, যা টেসলার পাশাপাশি ভারতের জন্যও ভালো হয়। তবে, এটা আমার ব্যক্তিগত মত, কারণ টেসলা একটি পাবলিক কোম্পানি।

এরল মাস্ক আরও বলেছেন, “আমার কোনও সন্দেহ নেই যে ভারতে একটি টেসলার উৎপাদন কারখানা থাকবে। ভারতে একটি টেসলা প্ল্যান্ট থাকা উচিত। ভারত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান।” তিনি আইএএনএসকে বলেন এই কথা।

ভারত ইভি গ্রহণের জন্য উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে। ২০৩০ সালের মধ্যে যাত্রীবাহী যানবাহন বিভাগে ৩০ শতাংশ, দুই চাকা ও তিন চাকার সম্মিলিত যানবাহন বিভাগে ৮০ শতাংশ ও বাণিজ্যিক যানবাহন বিভাগে ৭০ শতাংশ লক্ষ্য অর্জনে জোর দিয়েছে ভারত।

মোদি-মাস্ক বৈঠক

চলতি বছরের এপ্রিলে এলন মাস্ক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। যার মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার বিশাল সম্ভাবনার কথা বলেছেন দু-জনে। পরে মাস্ক তার এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেন এক ছোট বার্তা। যেখানে তিনি বলেন- “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলা, একটা সম্মানের বিষয় ছিল। আমি এই বছরের শেষের দিকে ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular