ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলা'ভারত নারী ইমার্জিং টিমস এশিয়া কাপ থেকে প্রত্যাহার করে নিচ্ছে' গুজব সম্পূর্ণ...

‘ভারত নারী ইমার্জিং টিমস এশিয়া কাপ থেকে প্রত্যাহার করে নিচ্ছে’ গুজব সম্পূর্ণ ভিত্তিহীন

নিউজ ডেস্ক : সাম্প্রতিক কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছিল যে ভারত এশিয়া কাপ ২০২৫ ও নারী ইমার্জিং টিমস এশিয়া কাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে। তবে এই ধরনের গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এমনটায় জানায় জিও নিউজের এক প্রতিবেদনে।

সোমবার (১৯ মে) বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া স্পষ্টভাবে জানান, ‘আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে বিসিসিআই এশিয়া কাপ ও নারী ইমার্জিং টিমস এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে। এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিসিসিআই এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) এ সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক বার্তাও দেয়নি।’

তিনি আরও জানান, বর্তমানে বোর্ডের প্রধান অগ্রাধিকার হলো চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পুরুষ ও নারীদের ইংল্যান্ড সফরের প্রস্তুতি। ‘এখন আমাদের সম্পূর্ণ মনোযোগ আইপিএল এবং ইংল্যান্ড সিরিজের প্রস্তুতিতে। এসিসি ইভেন্ট নিয়ে বোর্ডের মধ্যে কোনও আলোচনা পর্যন্ত হয়নি,’ বলেন তিনি।

এর আগে একটি অজ্ঞাতনামা বিসিসিআই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, ‘একজন পাকিস্তানি মন্ত্রীর পরিচালনাধীন টুর্নামেন্টে ভারতীয় দল অংশ নিতে পারে না। এটা দেশের ভাবমূর্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’

তবে বিসিসিআই সচিব এই সমস্ত দাবি নাকচ করে দিয়ে বলেন, ‘এসিসি টুর্নামেন্ট নিয়ে কোনও আলোচনা বা সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। সময় মতো যদি কোনও সিদ্ধান্ত হয়, তবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর আগে কোনও সংবাদমাধ্যমের জল্পনা বিশ্বাসযোগ্য নয়।’

ভারত ও পাকিস্তান ২০১২ সালের পর থেকে আর কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। বর্তমানে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল কেবল আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টেই মুখোমুখি হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular