ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষভালুকায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে স্বেচ্ছাসেবক টিম গঠন

ভালুকায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে স্বেচ্ছাসেবক টিম গঠন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: পরিচ্ছন্ন ও সুন্দর ভালুকা গড়ার লক্ষ্যে ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হচ্ছে। এই টিম গঠনের মূল উদ্দেশ্য হলো সড়ক ও জনপথ বিভাগ এবং পৌরসভার উচ্ছেদ কার্যক্রমের পর দখলমুক্ত স্থানগুলোর স্থায়ী সুরক্ষা নিশ্চিত করা এবং এলাকা সৌন্দর্য বর্ধনে কার্যকর ভূমিকা রাখা।

উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদের তত্ত্বাবধানে এই টিম গঠন করা হবে। সংশ্লিষ্ট এলাকা নির্ধারণ করা হয়েছে ভালুকা গার্লস স্কুলের সামনে থেকে শুরু করে ওভার ব্রিজ হয়ে পাচরাস্তা মোড় পর্যন্ত, গফরগাঁও রোডের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পর্যন্ত এবং ভালুকা পাইলট স্কুলের সামনে পর্যন্ত।

স্বেচ্ছাসেবক টিমের কার্যপরিধি হিসাবে অবৈধ দখল রোধে সড়ক ও জনপথ এবং পৌরসভার উচ্ছেদ কার্যক্রমের পর কেউ যেন পুনরায় স্থানগুলো দখল করতে না পারে, তা নিশ্চিত করা। সৌন্দর্যবর্ধনে গাছ, ফুলের টব ও অন্যান্য স্থাপনা দিয়ে রাস্তার ধার সুসজ্জিত করা। ওভার ব্রিজটি সুসজ্জিত করার দায়িত্ব পেয়েছে এপেক্স ক্লাব। কর্মসংস্থান সৃষ্টিতে বিকল্প আয়-রোজগার নেই, তাদের জন্য নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা। বর্জ্য ব্যবস্থাপনায় রাস্তায় নির্ধারিত স্থানের বাইরে যেন কেউ ময়লা না ফেলে, তা নিশ্চিত করা।

উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা এই উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী, তারা ফেসবুক পোস্টের কমেন্টে তাদের নাম ও যোগাযোগের তথ্য জানাতে পারেন। “পরিচ্ছন্ন, দখলমুক্ত ও নান্দনিক ভালুকা গড়তে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আশা করছি, সকল সচেতন নাগরিক এই উদ্যোগের অংশীদার হবেন।”

এই প্রকল্পের মাধ্যমে ভালুকাকে একটি সুন্দর, পরিষ্কার ও সুশৃঙ্খল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। প্রশাসনিক সহযোগিতার পাশাপাশি স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টাই এই উদ্যোগকে সফল করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular