ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে সভাপতি পদে জেলা প্রশাসক বরাবর প্রধান শিক্ষকের প্রস্তাবিত তালিকা অনুমোদন দেওয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভরাডোবা এলাকাবাসীর আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা অবিলম্বে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে সভাপতি পদে প্রধান শিক্ষক কর্তৃক প্রস্তাবিত তালিকা দ্রুত অনুমতির দাবি জানান।