ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহভালুকায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মলন

ভালুকায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মলন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বৈষম্য বিরাধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া তাফাজ্জল হোসেন হত্যা মামলা নিয়ে মিথ্যাচারর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীরা।

শনিবার ভালুকার সিডস্টার বাজারে এক সংবাদ সম্মেলন আয়াজন করা হয়। সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী ও যুবদল কর্মী মাহাম্মদ শরিফ।

সংবাদ সম্মলনে মাহাম্মদ শরিফ দাবি করেন, গত বছরের ৪ আগস্ট সন্ধ্যায় ভালুকার হবিরবাড়ি এলাকায় বষম্য বিরাধী ছাত্র-জনতার এক শান্তিপূর্ন মিছিলে হামলা চালায় আ’লীগের সহযাগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ হামলায় তাফাজ্জল হোসেন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে তিনি মারা যান। তবে, নিহতের পরিবার হতদরিদ্র হওয়ায় ও ভয়ের কারণে মামলা করতে পারেনি। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে গত ২১ মার্চ তিনি নিজেই ভালুকা মডল থানায় হত্যা মামলা দায়ের করেছেন (মামলা নম্বর ৩৬/২০২৫)।

সংবাদ সম্মলনে মাহাম্মদ শরিফ অভিযোগ করেন, ২৭ মার্চ ঢাকায় বাংলাদেশ ক্রাইম রিপার্টার্স অ্যাসাসিয়শন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মলনে আ’লীগ নেতা হাজী রফিকুল ইসলামে’র ভাগিনা ও যুবলীগ নেতা মাঃ আবু সাঈদ সরকার বিএনপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন।

মিথ্যা প্রচারণায় বিএনপির ভালুকা উপজলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মাহাম্মদ মারশেদ আলম ও যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহাম্মদ শহিদুল ইসলামের নামও জড়ানা হয়েছে বলে, তিনি দাবি করেন। প্রকৃতপক্ষে এসবের সাথে বিএনপির কোন নেতা জড়িত নয়।

শরিফ বলন, রাজনৈতিক প্রতিপক্ষের হয়ে প্রকৃত দষীদের আড়াল করতেই এ ধরনর অপপ্রচার চালানা হচ্ছে। তিনি আরা জানান, মিথ্যাচারের সমস্ত প্রমাণ তার কাছ রয়েছে এবং প্রকৃত ঘটনা জনগণর সামনে তুলে ধরতে সাংবাদিকদের সহযাগিতা কামনা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular