ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশভালুকায় কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

ভালুকায় কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা কারখানা থেকে আসাদুর রহমান (৫০) নামে এক কারখানা শ্রমিকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশের ত্রিশাল উপজেলার ফাতেমানগর গ্রামের মরহুম আব্দুস সালামের ছেলে আসাদুর রহমান ভালুকা উপজেলার কাঠালী গ্রামে অবস্থিত ইকরাম সোয়েটার্স লিমিটেডে শ্রমিকের কাজ করতেন। শনিবার সকালে তিনি কাজে যোগদানের পর তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। এসময় আমিন নামে এক সহকর্মী বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানান। অনেক খোঁজাখুঁজির পর বাথরুমের দরজা ভেঙে দেখতে পান আসাদুর রহমান বাথরুমে কাত হয়ে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুরকে মৃত ঘোষণা করেন।

কারখানার সহকারী প্রডাকশন ম্যানেজার (এপিএম) মো: নাছির উদ্দিন জানান, নিহত আসাদুর রহমান তার ভগ্নিপতি, কিছুদিন আগে তিনি ইকরাম সোয়েটারে চাকরি নেন। তার উচ্চ রক্তচাপ ছিল। বাথরুমে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, ভালুকা সরকারি হাসপাতাল থেকে ইকরাম সোয়েটারের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ইউডি মামলার পর ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular