নিজস্ব প্রতিবেদক : ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্মচারী পরিষদের নির্বাচন ২০২৪-২০২৭ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁও সাত রাস্তায় অধিদপ্তরের নিজস্ব কার্যালয় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে মোট ভোটার সংখ্যা ১৮৭ জন।
নির্বাচনে ২৫ টি পদের বিপরীতে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন চলাকালীন সময়ে সভাপতি পদপ্রার্থী মোঃ জাকির হোসেন ও মিজানুর রহমান জানান, সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তারা বলেন, সকল প্রার্থী পরস্পরের পরিবারের মতো এবং নির্বাচনের ফলাফল যাই আসুক, সবাই একত্রে কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবেন।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ পারভেজ মিয়া জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সহকারী নির্বাচন কমিশনার মোঃ দোলোয়ার হোসেন ও শফিকুল ইসলামও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে একমত পোষণ করেন।