ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিভূয়া ৩৭ লাখ ফ্যামেলি কার্ডে টিসিবি পণ্য বিক্রি

ভূয়া ৩৭ লাখ ফ্যামেলি কার্ডে টিসিবি পণ্য বিক্রি

ভূয়া ৩৭ লাখ  ফ্যামেলি কার্ডে চলছে টিসিবি পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদক:  দুর্নীতির ছোবল থেকে রেহাই পায়নি সরকারের দরিদ্র বান্ধব খাদ্য কর্মসূচির আওয়তায় টিসিবির ফ্যামেলি কার্ড বিতরণেও। ভূয়া ফ্যামিলি কার্ড দিয়ে কিনে নেওয়া হচ্ছে টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য এমন অভিযোগ উঠেছে। অবশেষে বর্তমান অর্ন্তবর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিনের তথ্যানুসারে দূর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে। তিনি বলেছেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া।

শনিবার রাজধানীর আগারগাঁও বিএইসিসিতে অনুষ্ঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়ামে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে মতবিনিময় সভায় এই তথ্য প্রকাশ করেন তিনি।

এসময় তিনি বলেন, সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের দাম বাড়িয়ে এর আওতা বাড়ানো সম্ভব। তবে এখন টিসিবির পণ্যের দাম বাড়ানো হলে ব্যাপক সমালোচনা হবে জানিয়ে এ উপদেষ্টা বলেছেন, ‘এই চিন্তাগুলো সাহসের সঙ্গে করতে হবে।’

দীর্ঘদিন ধরে টিসিবির পণ্যের দাম সমন্বয় করা হয়নি জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এটা রাজনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে। আমরা রাজনীতিবিদ না। আমরা কি দীর্ঘমেয়াদে ১৭৫-১৮০ টাকায় তেল কিনে ১০০ টাকায় বিক্রি করবো? নাকি ১২৫-১৩০ টাকা করে এক কোটির জায়গায় দেড় কোটি বা দুই কোটি টাকায় প্রসারিত করবো? এই চিন্তাগুলো আমাদের সাহসের সঙ্গে করতে হবে। যদি তা না করি তাহলে আমরাও একই বৃত্তে থেকে যাবো।’

তিনি বলেন, ‘এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে টিসিবির পণ্য সরবরাহ করা হয়। এটাকে যখন ডিজিটাইজড করেছি তখন দেখেছি ৩৭ লাখ ভুয়া কার্ডধারী এখানে। বৃহৎ কিছু প্রতিষ্ঠান টিসিবির টেন্ডারে অংশ নিতে পারে। টিসিবির আকার, পেমেন্ট পলিসি, আর্থিক অবকাঠামো চলছে বাণিজ্যিক ঋণে, যা টেকসই নয়।’

টিসিবির সেবাগ্রহীতা কমানোর কথা বলে তিনি বলেন, ‘আমরা টিকিট সাইজ ছোট করার চেষ্টা করছি। ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে টিসিবির সঙ্গে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। যাতে টিসিবি যে পণ্যটা কেনে, তার মানটা ভালো হয়।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular