ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরভেজাল শিশুখাদ্য মজুদ ও বিক্রি করায় লাখ টাকা জরিমানা

ভেজাল শিশুখাদ্য মজুদ ও বিক্রি করায় লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি: পৌরসভার বাস টার্মিনাল এলাকায় অনিবন্ধিত একটি খাদ্যদ্রব্য পরিবেশকের মালিকের লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনিবন্ধিত ওই প্রতিষ্ঠানে নিন্মমানের ভেজাল শিশু খাদ্য, নকল ‘চাষি ভাই’ চাল, বর্ণফুল লাচ্ছি সেমাইসহ বিপুল ভেজাল খাদ্যদ্রব্য মজুদ, সরবরাহ ও বিক্রি করা হচ্ছিল।

সোমবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানার নেতৃত্বে নিরাপদ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ লক্ষ্মীপুর কর্তৃক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এসময় জামাল বেকারি নামক অন্য আরেকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে, অবহেলা ও অসর্তকতার সহিত বেকারি পণ্য উৎপাদন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জানান, অক্ষয় ষ্টোরে অনিবন্ধিত অবস্থায় নিন্মমানের ভেজাল শিশু খাদ্য, নকল চাষি ভাই চাল, বর্ণফুল লাচ্ছি সেমাইসহ বিপুল ভেজাল খাদ্যদ্রব্য মজুদ, সরবরাহ ও বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক আকাশ চন্দ্র সাহাকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া জামাল বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে অবহেলা ও অসর্তকতার সহিত বেকারি পণ্য উৎপাদন করিয়া মানুষের স্বাস্থ্যহানি হইতে পারে এমন খাবার উৎপাদন ও বিক্রির অভিযোগে বেকারির মালিক তোহিদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অক্ষয় ষ্টোরের মালিককে নিন্মমানের ভেজাল পণ্য মজুদ, সরবরাহ ও বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। আর জামাল বেকারিকে এক সপ্তাহের মধ্যে বেকারির স্বাস্থ্যসম্মত পরিবেশ ও মানসম্মত খাবার উৎপাদনে সময় বেধে দেওয়া হয়েছে।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ডা. সুমধু চক্রবর্তী, লক্ষ্মীপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আবদুল্লা হিল হাকিম, সদরের নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম, কমলনগরের নিরাপদ খাদ্য পরিদর্শক রিয়াজ উদ্দিন ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular