ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশভৈরবে এক নারীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক -৪

ভৈরবে এক নারীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক -৪

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে সাহারা বেগম(৪৫) নামের এক নারীকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি এক পর্যায় বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ। নিহত সাহারা পৌর শহরের আমলাপাড়া এলাকার বাবুল মিয়ার স্ত্রী। নিহত সাহারার বোন মমতা জানান, তাদের গ্রামের বাড়ি আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামে তারা দীর্ঘদিন যাবত পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় ভোজন বাড়িতে বাড়া থাকত। আটককৃত রতন, স্মৃতি, সুমা, খোদেজা বেগম পাশাপাশি ঘরে ভাড়া থাকতেন। কিন্তু নিহতের ঘরে নাকি তাঁর স্বজনরা প্রায় বেড়াতে আসেন এবিষয়টি ভলো চোখে দেখতেন না রতন, স্মৃতি, খোদেজাও তার পরিবার।

এই বিষয়টিকে কেন্দ্র করে সাহারা ও তার মেয়েদের কে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে। পরে খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত সাহারাকে আশঙ্কাজন অবস্থায় ভৈরব আনোয়ারা জেনারেল হাসপাতালে নিয়ো গেলে জরুরি বিভাগের চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভৈরব থানার ওসি তদন্ত মোঃ শাহিন জানান, আটক কৃতরা এবং নিহত সাহেরা সবাই ভজনের বাড়ির ভাড়াটিয়া। জানতে পারলাম সাহেরার সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে তাকে মারধোর করেছে। পরে লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লোকজন ৪ জনকে আটক করলে আমরা তাদের কে থানায় নিয়ে যায় । মরদেহের সুরতহাল রিপোর্ট করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানাযাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular