ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাজী মোঃ শাহিন, সাধারন সম্পাদক ভিপি মুজিবুর রহমান, শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, জুলাই – আগষ্ট ছাত্র – জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে । এ অর্জন ধরে রাখতে হবে। এজন্য তরুণদের কে সজাগ থাকতে হবে এবং দেশ গঠনে তরুনদের কে উদ্যোগী হতে হবে। সরকারের পক্ষ থেকে তারুণ্য উৎসব পালনে মাসব্যাপী নানা কর্মসূচী পালন করা হবে ।