নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জুতা কারখানায় কর্মরত এক নারী শ্রমিক অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় কারখানার মালিক নাছিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে তাকে গ্রেপ্তারের পর কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১৪ জুলাই) দিনগত রাতে উপজেলার লালুকালু মার্কেট রোডস্থ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া নাছির উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা গ্রামের রইছ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার স্টেডিয়াম মোড় এলাকার সাদিয়া সু ফ্যাক্টরির (জুতা কারখানা) মালিক।
ভৈরব থানা পুলিশ সুত্রে জানা গেছে, ভৈরব স্টেডিয়াম মোড় এলাকায় সাদিয়া সু কারখানায় (জুতা কারখানা) দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন ভুক্তভোগী নারী শ্রমিক। সেখানে বিয়ের প্রলোভনে ওই নারীকে ধর্ষণ করে কারখানার মালিক নাছির। এতে করে ওই নারী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে নাছিরকে বিয়ের জন্য চাপ দেন। এরপর ওই নারীকে নাছির বিয়ে না করে বিভিন্নভাবে গড়িমসি শুরু করেন। এক পর্যায়ে বাধ্য হয়ে গত রোববার (১৩ জুলাই) দিনগত রাতে বিষয়টি জানিয়ে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী শ্রমিক। পরে সোমবার (১৪ জুলাই) দিনগত রাতে উপজেলার লালুকালু মার্কেট রোডস্থ এলাকা থেকে
কারখানার মালিক নাছিরকে গ্রেপ্তার করে পুলিশ।
ভৈরব থানার সেকেন্ড অফিসার এমদাদুল হক কবির জানান, ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী বাদী হয়ে নাছিরের নামে থানায় মামলা করেছেন। দুপুরে অভিযুক্ত মামলার আসামি নাছিরকে গ্রেপ্তারের পর কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।