ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসভৈরবে মহান বিজয় দিবস উদযাপিত

ভৈরবে মহান বিজয় দিবস উদযাপিত

সোহানুর রহমান সোহান ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর বিনম্র ভালোবাসায় কিশোরগঞ্জের ভৈরবে উদযাপিত হয়েছে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপি সরকারি-বেসরকারি উদ্যোগে নেওয়া হয় নানা কর্মসূচী।সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩১ বার তোপধ্বনি আর শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে ভৈরবে মহান বিজয় দিবসের প্রথম প্রহর উদযাপিত হয়।

ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিভাষ্কর্য ‘দুর্জয় ভৈরব’ পাদদেশে ভৈরববাসীর পক্ষে মহান স্বাধীনতা যুদ্ধের অগণিত শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর বিএনপি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শিক্ষা প্রতিষ্ঠান। এরপর সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সশস্ত্র সালাম প্রর্দশন করা হয় ।সকাল ১০ টায় শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগীতা ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় ভৈরব, উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন, সহকারী কমিশনার ভূমি রেদোয়ান আহমেদ রাফি ও ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া, উপজেলা বিএনপি সভাপতি মোঃ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফখরুল আলম আক্কাছ । এ সময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলামসহ অন্যন্য বীর মুক্তিযোদ্ধাগণ এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে, সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার আনুষ্ঠানিকতা শেষে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular