ঢাকা  বৃহস্পতিবার, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশভৈরবে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ-জরিমানা

ভৈরবে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ-জরিমানা

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় প্রায় ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলা সদরের কমলপুর বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ পলিথিন রাখার একটি গোডাউনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি। এসময় উপস্থিত ছিলেন-পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী
পরিচালক মো. মমিন ভূইয়াসহ ভৈরব থানা পুলিশ সদস্যরা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভৈরব উপজেলার হাবিব এন্টারপ্রাইজ

অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন আমদানি করে গোডাউনে মজুদ করে আসছিল। পরবর্তীতে এসব নিষিদ্ধ পলিথিনগুলো বাজারে সরবরাহ করার অভিযোগ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলা সদরের কমলপুর বাসস্ট্যান্ড এলাকায় হাবিব এন্টারপ্রাইজ এর নিষিদ্ধ পলিথিন রাখার গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও হাবিব এন্টারপ্রাইজ এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি। অভিযানে জব্দকৃত পলিথিন ধ্বংস করার জন্য
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বাজারজাত সম্পূর্ণ বেআইনি। অভিযানে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও হাবিব এন্টারপ্রাইজ এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা
হয়েছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular