ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশভোটাধিকার ধ্বংসকারীদের দেশে নির্বাচন করার অধিকার নেই: হাবিব উন নবী

ভোটাধিকার ধ্বংসকারীদের দেশে নির্বাচন করার অধিকার নেই: হাবিব উন নবী

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, যারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। ভোটের ব্যবস্থা ধ্বংস করেছেন, বাংলাদেশের মাটিতে তাদের ভোট করার কোনো অধিকার নাই।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে গার্লস স্কুল মাঠে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভুয়া জালিয়াতির নির্বাচনের মাধ্যমে আপনি-আপনার ক্ষমতাটা ধরে রেখেছিলেন। ২০১৪ সালের নির্বাচনে কেউ ভোট দিতে পেরেছেন। ভোট ছাড়াই ১৫৪টি এমপি। ভোট কেন্দ্রে ভোটার নেই। আর ২০১৮ সালের নির্বাচনে রাতের বেলায় ভোট। আর ২০২৪ সালে আমি এবং ডামি নির্বাচন। গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন শেখ হাসিনা।

তিনি আরো বলেন, আমার দৃষ্টিতে শেখ হাসিনা দেশের সবচেয়ে বেশি ক্ষতিটা করেছেন। ৯০ স্বৈরাচার মুক্ত করেছিলাম আর আপনি গোটা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন।

কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও উপজেলা বিএনপির আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম প্রমুখ ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ সাদা দুই বছরের জন্য নির্বাচিত হন।

অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মঞ্জুরুল হক মঞ্জু দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সভাপতি এবং কাউন্সিলরদের ভোটে আতিকুর রহমান সাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular