নীলফামারী প্রতিনিধি : আইন অমান্য করায় নীলফামারীতে মেসার্স সেলিম ব্রিকস থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাল আদালত।
রোববার জেলা সদরের কুন্দপুকুর শালহাটি এলাকায় অবস্থিত মোহাম্মদ সেলিম এর ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী প্রত্যাশা। এসময় পরিবেশ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন এতে প্রসিউটির হিসেবে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী জানান, ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে কয়েকটি ইটভাটা অবৈধভাবে চলায় পানি মাড়িয়ে বন্ধ দেওয়া হয়েছে। সেই সাথে নিয়ম না মানায় জরিমানাও করা হয়েছে।